টুকু-নয়নের মুক্তি দাবিতে ময়মনসিংহে ছাত্রদল সভাপতির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ১২:৩০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুু ও সহ-সভাপতি নূরুল ইসলাম নয়নের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
আজ সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা।
পরে বিক্ষোভকারিরা শহরের হরিকিশোর রায় সড়কের বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দাবি করেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা ও সাজানো মামলায় যুবদলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।