রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করায় পবা উপজেলা বিএনপির শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০১ পিএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০১:০৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
তিন ডিসেম্বর বিএনপির রাজশাহীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এই গণসমাবেশ সফল করতে পবা উপজেলা হতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশ স্থলে উপস্থিত হন। এই গণসমাবেশকে সফল করতে নিজের কাজ ফেলে রেখে সমাবেশ স্থলে উপস্থিত হওয়ায় পবা উপজেলা বিএনপির উদ্যোগে নেতাকর্মী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাননোর জন্য সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (০৫ ডিসেম্বর) বিকেলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
এ সময়ে তিনি বলেন, সরকার তার আজ্ঞাবহ আইন শৃংখলা বাহিনীকে দিয়ে এই গণসমাবেশ বানচাল করতে বহু চেষ্টা করেছে। সময়ে পূর্বে মাঠে প্রবেশ করতে দেয়নি। দুই আগে আগত নেতাকর্মী ও সমর্থকদের থাকার জায়গা ভেঙ্গে দিয়েছে। চুলায় পানি ঢেলে দিয়ে খাবার তৈরী করতে দেয়নি তারা।
তিনি আরো বলেন, শুধু তাই নয়, প্রতিটি রাস্তায় নেতাকর্মীদের আসতে বাধা প্রদান ও নেট বন্ধ করে দিয়েছিলো এই আইন শৃংখলা বাহিনী। এত বাধা সত্ত্বেও নিদারুন কষ্ট স্বীকার করে নেতাকর্মী ও সাধারণ জনগণ সমাবেশস্থলে উপস্থিত হন। সেইসাথে সরকারের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন।
শতবাধা অতিক্রম করে সমাবেশ স্থলে আসায় এবং সরকারকে হুলদা কার্ড দেখানোতে তিনি আবার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে আগামী ১০তারিখ ঢাকার গণসমাবেশে একই ভাবে উপস্থিত হয়ে এই বিনা ভোটের ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখানোর আহ্বান জানান তিনি।
পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাহান আলী, পবা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান আহমেদ, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, দর্শনপাড়ার আহ্বায়ক আব্দুস সালাম, হরিয়ানের আহ্বায়ক আলহাজ, মজিবুর রহমান, হুজুরীপাড়ার আহ্বায়ক আবুল কালাম আজাদ, হরিপুরের আহ্বায়ক কাইমুদ্দিন দুলাল, দামকুড়ার আহ্বায়ক এনামুল হক।
এছাড়াও উক্ত সভায় প্রতিটি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, থানা, পৌর ও ওয়াড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।