পিরোজপুরে ২৫০ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৯ এএম, ৫ ডিসেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৬ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের নামে গায়েবি মামলা ও নাজিরপুরে বিএনপি নেতাকর্মীদের জেলে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
আজ সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির আহবায়কের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, এ সরকাররের আমলে আমাদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিষ্ফোরক আইনের গায়েবি মামলায় আমাদের ৪জন কারাগারে রয়েছে। সর্বশেষ গতকাল রবিবার রাতে মঠবাড়িয়া থানায় বিএনপি ও যুবদলসহ বিভিন্ন ইউনিটের নামীয় ১০২ জন ও অজ্ঞাত দেড় শতাধিক নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
তার অভিযোগ ছিল, দেশীয় অস্ত্রসহ আমাদের ২৫০ নেতাকর্মী রাত ৩টার দিকে শহরস্থ যুবলীগ অফিসে হামলা চালিয়েছে। যেখানে বিএনপির ৩/৪ জন নেতা একত্রে রাস্তায় দাড়ালে পুলিশ ধাওয়া করে। সেখানে এমন ঘটনা হাস্যকর-নাটকীয়।
তিনি আরো বলেন, বিএনপি কোন নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড দল নয়। জনসম্পৃক্ততা ঘটিয়ে জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। অগ্রগামী নেতাকর্মীরা তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের দাবিতে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে এই লক্ষ্যে এজাতীয় মিথ্যা গায়েবি মামলা দিয়ে আমাদেরকে আন্দোলন থেকে সরিয়ে রাখতে চায় আওয়ামী লীগ।
আমরা অনুরোধ করবো, এ ধরনের গায়েবি মামলা দিয়ে আমাদের কার্যক্রমকে ব্যাহত না করা এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এই দেশে আগামী দিনে তত্ত্ববাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হবে না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।