টুকু-নয়নের মুক্তির দাবিতে ময়মনসিংহে যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩০ পিএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৪২ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুু ও সহ-সভাপতি নূরুল ইসলাম নয়নের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
আজ রবিবার ( ৪ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে শহরের নতুন বাজার ও বাউন্ডারী রোড এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ময়মনসিংহ জেলা যুবদল।
পরে বিক্ষোভকারিরা শহরের হরিকিশোর রায় সড়কের বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গ্রেফতারকৃত নেতাদের মুক্তি দাবি করেন।
এতে সভাপতিত্ব করেন, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক বিভাগীয় সহ-সভাপতি খন্দকার মাসুদুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন, মিনহাজুল আবেদিন রাসু, আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম ও নাহিদ প্রমূখ।
এর আগে শহরের বাউন্ডারি রোড এলাকায় যুবনেতা টুকু ও নয়নের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের আরেকটি অংশ।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে এই মিছিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহাদান হোসেন সায়েম, মনোয়ার ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপু, ইকবাল বাহার, যুবনেতা রমজান আলী, নাজিম উদ্দিন প্রমূখ।