নলছিটিতে ৭৯ বিএনপি নেতাকর্মীর নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৩ এএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:২৮ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী লীগের নেতা-কর্মিদের মারধরের অভিযোগে বিএনপি নেতাকর্মিদের নামে মামলা হয়েছে ঝালকাঠির নলছিটিতে।
গতকাল শনিবার (০৩ ডিসেম্বর) ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুয়েল খান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল সহ ২৯ জনের নামে মামলা দায়ের করেন। উক্ত মামলায় আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করা হয়।
এজাহার সুত্রে জানা যায়,গত ২ ডিসেম্বর রাতে পৌরসভার ফেরীঘাট এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় বিএনপি নেতারা। আওয়ামী লীগের নেতাকর্মীরা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করেন। তখন বিএনপির নেতাকর্মীরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ৩ ডিসেম্বর শনিবার রাতে মামলা হয় নলছিটি থানায়। মামলায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম গিয়াস, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ সজ্জ্বন, বর্তমান সভাপতি সাইদুল ইসলাম প্রমূখ আসামি করা হয়।
এ ব্যাপারে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান খান হেলাল জানান, এমন কোনো ঘটনাই ঘটেনি। এ মামলা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আমরা আসামি ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।