যেকোনো ত্যাগের বিনিময়ে ঢাকার গণসমাবেশকে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৩ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৭ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নয়াপল্টনস্থ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬টি থানাধীন ৭১টি ওয়ার্ডের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক। সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, অবৈধ আওয়ামী সরকারের ঘৃণ্য চক্রান্ত ও সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে ফ্যাসিস্ট সরকার এখন তীব্র মাত্রায় নিষ্ঠুর হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্লজ্জভাবে ব্যবহারের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হচ্ছে। কিন্তু কোনো অপচেষ্টাই ১০ ডিসেম্বরের গণসমাবেশকে ঠেকাতে পারবে না সরকার। জনগণের উত্তাল স্রোতে শাসকগোষ্ঠীর সকল চক্রান্ত ও নীল-নকশা ভেস্তে যাবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক তার বক্তব্যে বলেন, বর্তমান স্বৈরশাসক গোষ্ঠী বিএনপির চলমান বিভাগীয় গণসমাবেশগুলোতে জনতার বিপুল ঢল দেখে চোখে সর্ষে ফুল দেখছে। আর এ কারণেই সরকারের পায়ের নিচের শেষ মাটিটুকুও সরে যাওয়ার আশঙ্কায় আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে ঢাকা বিভাগীয় গণসমাবেশে লোক সমাগম ঠেকাতে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দায়েরসহ জুলুম-নির্যাতন চালাতে ভয়ংকর হয়ে উঠেছে। কিন্তু শাসকগোষ্ঠীর সকল চক্রান্ত জনগণের বাঁধভাঙ্গা স্রোতে অতলে তলিয়ে যাবে। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ যেকোনো ত্যাগের বিনিময়ে ঢাকার গণসমাবেশকে সফল করতে দৃঢ়প্রতিজ্ঞ।