আওয়ামী লীগ দেশের মানুষের প্রানের সংগঠন : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ পিএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আওয়ামী লীগ দেশের মানুষের প্রানের সংগঠন, আগে শহর ও গ্রামে তফাৎ ছিল এখন তা নেই, আমাদের ছেলে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুরুচিশীল নেতৃত্ব দিয়ে নাঙ্গলকোটকে এগিয়ে নিতে হবে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির র্ভাচ্যুয়ালি বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম.পি।
নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য, রাখেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রষুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, কুমিল্লা দক্ষিন জেলা আ’লীগ সহ-সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ চৌধুরী, গোলাম সরওয়ার, যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, এম এ করিম মজুমদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিকুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক, আবু বকর ছিদ্দিক আবু, আবুল খায়ের আবু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, পৌর কাউন্সিলর শাহ খোরশেদ আলম মজুমদার ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন।