গভীর রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের বাসায় পুলিশি অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:২৯ এএম, ৩ ডিসেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০১:২৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ গিয়াস উদ্দিনের বাসায় গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) গভীর রাাতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। তার বাসায় অভিযানের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) সকালে এর প্রতিক্রিয়ায় সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিজয়ের মাসের প্রথম দিনে একজন মুক্তিযোদ্ধার বাসায় বিনা কারনে এ ধরনের অভিযানের ঘটনা ন্যাক্কারজনক। আমার বিরুদ্ধে ৩০টি মামলা থাকলেও সব মামলায় আমি জামিনে আছি। তাহলে কেন পুলিশ আমার বাসায় আসলো জানিনা।
তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা, সভা, সমাবেশ করার স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা। পাকিস্তানীরা আমাদের এসব স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিলো। আজ মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি যারা কথায় কথায় বলে তারা বিএনপি’র সমাবেশকে সামনে রেখে বিএনপি নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপি’র সমাবেশকে নস্যাত করতে চাইছে। কিন্তু এসব করে লাভ নেই, নারায়ণগঞ্জ থেকে লাখ লাখ কর্মী ঢাকার সমাবেশে যোগ দেবে। আট বিভাগে শান্তিপূর্ন সমাবেশ হয়েছে। ঢাকায়ও আমরা শান্তিপূর্ন সমাবেশ করবো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যায় গোয়েন্দা পুলিশের জ্যাকেট পড়া ৬/৭ জন গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জের বাড়ি ‘মুক্তিযোদ্ধা নিবাসের’ গেটে অবস্থান করছেন।
গিয়াস উদ্দিন জানান, রাত একটা পঁচিশ মিনিটে তারা এখানে আসেন। ৩০-৩৫ মিনিট এখানে অবস্থান করেন। তারা বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাড়ির লোকজন গেইট না খোলায় তারা কিছুক্ষন ভেতরে ঢোকার জন্য ডাকাডাকি গেইটে ধাক্কাধাক্কি করে চলে যান।
এ ছাড়া বৃহস্পতিবার ভোররাত দেড়টা থেকে শুক্রবার সকালের মধ্যে বিএনপি ও নাগরিক ঐক্যের ৬ জন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরা হচ্ছে সিদ্ধিরগঞ্জ থেকে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর দিদার আলম, নাগরিক ঐক্যের থানার সমন্বয়ক আলী হোসেন, নাগরিক ঐক্যের মেহেদী হাসান রতন, বিএনপি কর্মী সুজন, রুবেল ও রবিউল হাসান।