দিনাজপুরে বিএনপির মিডিয়া সেলের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৯ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ১০:৫১ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
দিনাজপুরের বিশিষ্টজনরা বলেছেন, নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নির্বাচন-উত্তর জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠার রাষ্ট্রচিন্তা দূরদর্শী, সময়োপযোগী ও বাস্তবতাসম্মত। বর্তমানে দেশে যে রাজনৈতিক, গণতান্ত্রিক ও সাংবিধানিক সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য এর চেয়ে উন্নত কোনো চিন্তা হতে পারে না।
বক্তারা বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট, দলীয়করণ-আত্মীয়করণ, ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য গুম, খুন, ক্রসফায়ার, বিনা বিচারে হত্যা, ভোটাধিকার হরণ, দিনের ভোট আগের রাতে নিয়ে নেয়াসহ ভয়াবহভাবে মানবাধিকার লংঘনের মাধ্যমে দেশকে যেভাবে খাদের কিনারায় নিয়ে গেছে তা থেকে উত্তরণের জন্য সবার আগে প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর এটি করতে হলে নির্বাচনকালীন নির্দলীয় সরকার চাই। দেশের পার্লামেন্টকে কার্যকর করতে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট এবং জাতীয় ঐকমত্য তৈরি ও জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে সব দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার এখন সময়ের দাবি। তারেক রহমান যে এ দেশ ও দেশের মানুষকে ভালবাসেন তার এ রাষ্ট্রচিন্তা তার প্রমাণ।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর) দিনাজপুর প্রেসক্লাবে বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট অপরিহায’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকরা একথা বলেন।
আজ শুক্রবার বিকেল ৩টা দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তন অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর জব্বার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, হাবিপ্রবির শিক্ষক ও হাবিপ্রবির জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান, প্রফেসর ড. মো. ফারুক হাসান, প্রফেসর ড. মো. মহিদুল ইসলাম, প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর ড. শরীফ মাহমুদ, মাদিরাহাট কলেজের শিক্ষক মো. মাহবুব হোসেন, ড্যাব দিনাজপুর শাখার সদস্যসচিব ডা. জিয়াউর হক, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি জি এম হিরো ও সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বিএনপির দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও একটি ‘জাতীয় সরকার’ গঠন করা হবে। মূল প্রবন্ধে সাংবিধানিক সংস্কার কমিশন প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে জুডিশিয়াল কমিশন গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে মিডিয়া কমিশন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা স্থায়ীভাবে প্রবর্তন, প্রত্যেক ধর্মাবলম্বীর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিতকরণ, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ফাস্ট নীতি গ্রহণ, সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তোলাসহ ১৯ দফা দাবি উত্থাপন করা হয়।
মতবিনিময় সভায় বিএনপি মিডিয়া সেলের সদস্য প্রফেসর ড. মোর্শেদ খানসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।