সন্ধ্যাঘনাতেই রাজশাহী ঈদগাহ মাঠ স্লোগানে সরব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:৫১ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির কেন্দ্র ঘোষিত সারাদেশে বিভাগীয় সমাবেশের ধারাবাহিকতায় আগামীকাল ৩ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশের পূর্বদিনের সন্ধ্যাঘনাতেই স্লোগানে স্লোগানে সরব হয়ে উঠেছে রাজশাহীর ঈদগাহ মাঠ।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর) রাজশাহীর সমাবেশ স্থলের পার্শ্ববর্তী ঈদগাহ মাঠে এমন চিত্র দেখা যায়।
ভোটাধিকার আদায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গণতান্ত্রিক লড়াইয়ে শহীদদের হত্যা, সরকারের সীমাহীন দুর্নীতি, রিজার্ভ চুরি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ জিয়া পরিবারের সকলের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রের মামলা প্রত্যাহার এবং বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারে বিরুদ্ধে ডাকা গণসমাবেশ কাল। সেই উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় জেলা থানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ইতি মধ্যে সভাস্থলে পৌছেছে।
সমাবেশে আসা নেতারা বলছেন, দেশে যেভাবে স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছে এ সরকার এখন আমাদের নাভিশ্বাস উঠে গেছে। তাদের সৃষ্ট অভাবে আজ এদেশ দুর্ভিক্ষের পথে এগোচ্ছে। আমরা এই স্বৈরাচারি সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। তাই বিএনপির সাথে বেগম খালেদা জিয়ার নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব আমরা এই সরকারকে ক্ষমতার চেয়ার থেকে পদদলিত করতে যেকোনো আন্দোলন ও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এদেকি বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী বিভাগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে সাধারণ যাত্রী হয়ে উঠেছেন ক্ষুব্ধ। তারা বলছেন, সমাবেশ করবে বিএনপি প্রতিহত করবে সরকার কিন্তু আমরা কি করেছি। যে আমাদের আয় রোজগার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই সরকার যতই বলুক তারা জনগণের প্রতি সহনশীল আসলে তারা জনগণের কাধে বন্দুক রেখে ক্ষমতায় আশিন হতে চায়।