কুলিয়ারচরে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৭:৩৩ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৩০ নভেম্বর বিকালে কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগের এক সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলমের নামে কুটুক্তি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি'র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপি'র এসব বিক্ষোভ মিছিলের প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় আগরপুর বাসস্ট্যান্ডে কয়েকটি দোকানের সাটার ও ডাপাট ভাংচুর করা হয়।
জানা জায়, গত বুধবার ৩০ নভেম্বর বিকেলে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা ছাত্রলীগের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি মো. শরীফুল আলমকে উদ্দ্যেশ্য করে কু-রুচিপুর্ণ বক্তব্য প্রদান করেছে বিএনপি এমন অভিযোগ করে এর প্রতিবাদে উপজেলা বিএনপি'র নেতৃত্বে ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি ও আগরপুর বাসস্ট্যান্ড এবং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল বের করে। বিএনপি'র এসব বিক্ষোভ মিছিলের পর তাৎক্ষনিক ভাবে আগরপুর বাসস্ট্যান্ডে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আগরপুর বাসস্ট্যান্ডর কয়েকটি দোকানের সাটার ও দোকান পাট ভাংচুর করা হয়।