ক্ষমতায় টিকে থাকতে সরকার আবার নির্যাতনের পথ বেছে নিয়েছে : আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পিএম, ২ ডিসেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৬:০১ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ক্ষমতায় টিকে থাকতে সরকার আবারো নির্যাতনের পথ বেছে নিয়েছে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান। তিনি বলেন, অবরোধ ডেকে বিএনপির সমাবেশ বানচালের চেষ্টায় সরকার সফল হয়নি।
আজ শুক্রবার (০২ ডিসেম্বর) নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে মহিলা দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় সমাবেশ নয়াপল্টনে হবে। অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করাতে চাচ্ছে। ১০ তারিখের কর্মসূচিতে নিরাপত্তা দেয়াসহ সকল ব্যবস্থা সরকারকে করতে হবে।
১০ ডিসেম্বর সমাবেশ ঘিরে সরকার নিজেরাই অরাজকতা সৃষ্টি করে বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে কর্মসূচি বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, বিএনপি নির্বাচন চায় তবে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নয়। ক্ষমতার পরিবর্তনের জন্য শেখ হাসিনাকে সরে যেতে হবে।
আব্দুস সালাম বলেন, বিএনপিকে হেফাজতের ভয় দেখিয়ে লাভ নেই। হেফাজত আর বিএনপি এক নয়। আঘাত করলে পাল্টা জবাব দেবে নেতাকর্মীরা। ১০ তারিখ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চায় বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকিয়ে হেফাজতের মত ঘটনা ঘটাতে চায় সরকার মন্তব্য করে তিনি বলেন, ১০ তারিখ সরকার পতনের কোনো কর্মসূচি নয়, শান্তিপূর্ণ সমাবেশ হবে, ওই দিন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকা মহানগর উত্তরের বাড্ডা, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, রূপনগর ও পল্লবী থানা মহিলা দলের কর্মীসভায় সভাপতিত্ব করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। কর্মীসভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।