রাজশাহীতে বিএনপির গণসমাবেশ
কানায় কানায় পূর্ণ হয়েছে পাশের ঈদগাহ ময়দান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:০৫ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজশাহীতে বিএনপির গণসমাবেশ উপলক্ষে নেতাকর্মীদের জমায়েত শুরু হয়েছে। মাদ্রাসা মাঠে এ জনসমাবেশ হওয়ার কথা থাকলেও দক্ষিণ পার্শ্বের ঈদগাহ ময়দানে স্ব স্ব জেলার নেতাকর্মীরা তাঁবু টাঙিয়ে অবস্থান করছেন। বুধবার রাত থেকেই শত শত নেতাকর্মী এই মাঠে তাঁবুতে অবস্থান করছেন। মাঠে রান্না বান্নাও চলছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী বিভাগের বগুড়া, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সমাবেশস্থল মাদ্রাসা ময়দানে পুলিশ সমাবেশে আগতদের প্রবেশ করতে দেয়নি। ফলে পার্শ্ববর্তী ঈদগাহ ময়দানেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে। সকাল থেকেই জমায়েত বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই ঈদগাহ ময়দান উপচিয়ে আশপাশের এলাকায় অবস্থান নিচ্ছেন দূর-দূরান্তের জেলা থেকে আগত বিএনপি নেতা-কর্মী-সমর্থক। মাঝে মধ্যে নেতাকর্মীরা স্লোগান মুখরিত করে নিজেদের উজ্জীবিত রাখছে।
বগুড়ার সারিয়াকান্দি থেকে আশা আমিনুল ইসলাম নামের এক কর্মী জানান, সকাল থেকে বাস ধর্মঘটের কারণে তারা বুধবার সকালেই বাসে করে রাজশাহীর উদ্দেশে রওনা দেন এবং বিকেলের মধ্যে এসে মাদ্রাসা মাঠের পাশে ঈদগা ময়দানে অবস্থান নেন। এর পর রাতে তাঁবুতে অবস্থান করেন। মাঠেই তাদের জন্য রান্নার ব্যবস্থা করা হয় এবং সেখানেই তারা খেয়ে না খেয়ে অবস্থান করছেন। আগামী শনিবার সমাবেশ শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে অবস্থান করবেন।
পাবনা থেকে আসা হযরত আলী নামের এক কর্মী বলেন, আমরা বুধবার সন্ধ্যায় এসে রাজশাহীতে পৌঁছেছি এবং মাঠে তাঁবুতে অবস্থান করছি। সমাবেশ সফল করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। পাবনা থেকে অন্তত দশ হাজার নেতাকর্মী অবস্থান করবেন রাজশাহীর এ সমাবেশে।