কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণের মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও কাউন্সিলর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৪ পিএম, ১ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪০ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
গাজীপুরের কালিয়াকৈরে সরকার বিরোধী বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের অফিসে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন (৬২) কে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ ।
গতকাল বুধবার (৩০ নভেম্বর) গভীররাতে উপজেলার সাহেব বাজার এলাকায় তার নিজস্ব বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ঐ একই মামলার আসামী ও কালিয়াকৈর পৌর কাউন্সিলর মোঃ সারোয়ার হোসেন আকুলকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর সোমবার রাত সাড়ে নয়টার দিকে কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকা থেকে বিএনপির উদ্যোগে সরকার বিরোধী একটি বিক্ষোভ মিছিল চন্দ্রা এলাকায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে জমায়েত হয়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের কার্যালয় লক্ষ করে ইট-পাটকেল ও পর পর কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ ও কয়েকটি তাজা ককটেল উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের কেয়ারটেকার মোঃ আব্দুল মান্নান শেখ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঐ মামলায় অভিযুক্ত ১নং আসামী উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও পৌর কাউন্সিলর এবং বিএনপি নেতা মোঃ সারোয়ার হোসেন আকুল কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।