বিএনপি এবার আগুন সন্ত্রাসের ফাঁদে পা দেবে না : আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০৮ পিএম, ৩০ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১১:২৪ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকার আগুন সন্ত্রাসের কথা বলে নতুন করে ফাঁদ পাতছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবার এই ফাঁদে বিএনপি আর পা দেবে না। ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিএনপি কোথায় জনসমাবেশ করবে এটা বিএনপির সিদ্ধান্ত; এতে কারো অনুমতির প্রয়োজন নেই। কোনো বাধা বা অবরোধ দিয়ে সমাবেশ ঠেকানো যাবে না।
আজ বুধবার বিকেলে সিলেট নগরের রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পুলিশের মিথ্যা মামলা, গায়েবি হামলা, পুলিশি নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে বিএনপি।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর সঞ্চালনায় এতে আমীর খসরু অভিযোগ করে বলেন, সরকার সারাদেশে অসংখ্য গায়েবি মামলা দায়ের করছে, এসব মামলার কোনো ভিত্তি নেই; বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেই এসব মিথ্যা মামলা করা হচ্ছ। বিএনপির সমাবেশ প্রতিহত করতেই সরকার পুলিশ প্রশাসনকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এবার কোনো বাধাই কাজে আসবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণজোয়ারের ভয়ে সরকার ভীত হয়ে পড়েছে। তিনি বলেন, বিএনপি কেন সহিংসতয় জড়াবে। দেশের জনতাই আমাদের প্রধান অস্ত্র। লাখো মানুষ মাঠে নেমে জানান দিয়েছে তারা আর শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাবে। সকল বাধা- বিপত্তি উপেক্ষা করে রাজশাহী ও ঢাকার সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নামবে বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।