শাসকগোষ্ঠী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেফতার দমন-পীড়ন অব্যাহত রেখেছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ২৯ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:৩২ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও কারান্তরীণের পাশাপাশি বিরামহীন দমন-পীড়ন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের ধানমন্ডিস্থ বাসভবনে পুলিশের অতর্কিত অভিযান ও নেতাকর্মীদের গ্রেফতার, গতকাল ভোলার চরফ্যাশনে যুবদলের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা ও শতাধিক নেতাকর্মীকে আহত করা, গতকাল জামালপুর জেলাধীন মেলান্দহ পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম রেনু, আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নবীনসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলা বিএনপি নেতা আবু তাহের তালুকদার, শহীদুল্লাহ ইমরান, সায়েদুর রহমান তালুকদার, বাবুল আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, মেহেরপুরে নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০১৪-এর ৫ জানুয়ারির মতো ৩০ ডিসেম্বর ২০১৮ সালে আবারও প্রহসন ও জোরজবরদস্তির নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বর্তমান শাসকগোষ্ঠী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও কারান্তরীণের পাশাপাশি বিরামহীন দমন-পীড়ন অব্যাহত রেখেছে। মানুষের মৌলিক মানবাধিকারকে তোয়াক্কা না করে দেশ শাসনের ফলে বর্তমানে এক গভীর সংকটে নিমজ্জিত দেশের মানুষ। বর্তমান অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন ও অনাচারের করাল গ্রাস থেকে এখনই দেশকে মুক্ত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। নইলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, আজ ২৯ নভেম্বর সকাল ১০টায় ভোলার চরফ্যাশন সদর রোডে চরফ্যাশন উপজেলা যুবদল ও চরফ্যাশন পৌরসভা যুবদলের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলায় চরফ্যাশন উপজেলা যুবদলের সদ্য নবনির্বাচিত আহ্বায়ক শহীদুল আলম প্রিন্সসহ চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন এবং চরফ্যাশন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ ফরাজীসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। মেহেরপুর জেলা ও গাংনী উপজেলার বিএনপি নেতাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ জনের নাম উল্লেখ করে এবং ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করে নেতাকর্মীদের নামে বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার এবং নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। অবৈধ সরকার দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যে জুলুম-নির্যাতন চালাচ্ছে এসব ঘটনা তারই ধারাবাহিকতা।
বিএনপি মহাসচিব বলেন, আজ ভোলায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানাচ্ছি। সোমবার সন্ধ্যায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের ধানমন্ডিস্থ বাসভবনে পুলিশ অতর্কিতে অভিযান চালিয়ে কলাবাগান থানা শ্রমিক দল নেতা রাসেল হাওলাদার ও ইসমাইলসহ চারজনকে গ্রেফতার, তার বাসভবন থেকে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণসমাবেশের ব্যানার, ফেস্টুন, পোস্টার জব্দ করে নিয়ে যাওয়াসহ জামালপুর জেলাধীন মেলান্দহ পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম রেনু, আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ নবীনসহ ৫ জন নেতাকর্মীকে গ্রেফতার এবং নেত্রকোণা জেলাধীন পূর্বধলা উপজেলা বিএনপি নেতা আবু তাহের তালুকদার, শহীদুল্লাহ ইমরান, বাবুল আলম তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের, মেহেরপুরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি, নিন্দা জানাচ্ছি। অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।