শ্রীপুরে ছাত্রলীগ নেতার বিস্ফোরণ আইনে মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫২ পিএম, ২৯ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:১১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গাজীপুরের শ্রীপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগ নেতা বাদী হয়ে উপজেলা ছাত্রদলের আহবায়কসহ বিএনপি ও যুবদলের ২৩ নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) শ্রীপুর ছাত্রলীগের আহবায়ক মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় আসামী হলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল হক ওরফে রিফাত মোড়ল, বাপ্পি সরকার, সজিব শিকদার, আবু তাহের প্রধান, মাছুম, শিপন, সালাম শেখ, নাজমুল শেখ, আল আমিন, ওবায়দুর রহমান মন্ডল সোহেল, সোহেল ফকির, সুমন আহমেদ আকন্দ, সরোয়ার হোসেন শেখ, মোসলেম উদ্দিন মৃধা, মমিন সরকার, সাদ্দাম, সেলিম, আলম, রবিন আহমেদ, ইফরান, তানভীর, মোবারক হোসেন শ্যামল।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ নভেম্বর) রাত পৌঁনে এগারোটার দিকে পৌর শহরের মাস্টার বাড়ি এলাকা থেকে ফুটবল খেলা দেখে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা মোটরসাইকেল যোগে মাওনা চৌরাস্তা পৌঁছানোর উদ্দেশ্যে গিলারচালা পৌঁছা মাত্র আগে থেকেই উৎপেতে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে মারধর ও বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে।
মামলার বাদী শ্রীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাহবুব হাসান বলেন, ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ফুটবল টুর্নামেন্ট দেখে বাড়ি ফেরার পথে হাজী পাম্প এলাকায় পৌঁছা মাত্র উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল হক এর নেতৃত্বে আমাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এসময় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়। আশেপাশে লোকজন এগিয়ে এলে ওঁরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক জিয়াউল হক রিফাত মোড়ল বলেন, মামলার বিষয়টি শুনেছি। আমাদের কোন নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জরিত নয়৷ এটি একটি কাল্পনিক ও সাজানো মিথ্যা মামলা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনার মামলা রুজু হয়েছে। কয়েকটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।