এসএসসিতে ভাল ফলাফল করায় শহীদ রাব্বানীর কন্যাকে তারেক রহমানের উপহার
শরিফুল হাসান, দিনকাল
প্রকাশ: ০৩:২০ পিএম, ২৮ নভেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০২:২৩ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
যুবদল নেতা শহীদ গোলাম রাব্বানী বড় মেয়ে এসএসসি তে জিপিএ-৫ পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় তারেক রহমানের এ শুভেচ্ছা ও উপহার পেয়ে আনন্দে আত্মহারা নিহত গোলাম রাব্বানীর মেয়ে রওনত জাহান রিক্তা কান্নাস্বরে বলেন "বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন ও সবাইকে মিষ্টি খাওয়াতেন। কিন্তু বাবার অবর্তমানে তারেক আঙ্কেল আমাকে শুভেচ্ছা ও উপহার পাঠিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন। এজন্য আঙ্কেলকে ধন্যবাদ। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আমার বাবার স্বপ্ন পুরণ করেত পারি।"
গোলাম রাব্বানীর স্ত্রী শাহানাজ বেগম বলেন, ২০১৪ থেকে এখন পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের পরিবারের পাশে আছেন। কখনো আমাদের অভিভাবক শূন্যতা বুঝতে দেননি। আজও যখন আমার মেয়ের রেজাল্ট বেড়িয়েছে কারো মাধ্যমে খবর পেয়ে তিনি আমার সন্তানের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন আমি ও আমার পরিবার তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করছি।
নিহত গোলাম রাব্বানী মৃত্যুকালে স্ত্রীসহ ৩ মেয়ে রেখে যান।
উল্লেখ্য, যুবদল নেতা গোলাম রাব্বানী ২০১৪ নির্বাচনের ২ দিন আগে আওয়ামী মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা মামলা ১ নাম্বার আসামি ছিলেন, তিনি লক্ষিচরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৪ সালের ১৮ জানুয়ারী র্যাব তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে।
শুভেচ্ছা উপহার পৌছে দেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মারুফ পারভেস প্রিন্স। এসময় এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।