রাজশাহী মহানগর জাসাস’র প্রস্তুতিমূলক সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:১৩ পিএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:১৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী মাসের ৩ তারিখ রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর আয়োজনে নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সন্ধ্যায় এই সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জাসাস এর সভাপতি অ্যাডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সাবেক এমপি জাহান পান্না, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক সেলিম রেজা। এছাড়াও জাসাস এর অন্যান্য সদস্য ও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাসাস নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত জনগণের খেদমতে করবেন এবং সময়মত মাদ্রাসা মাঠে জনগণকে সাথে নিয়ে উপস্থিত হবে বলে জানান তারা।