যেখানেই নাগরিকরা দাঁড়াবেন সেখানেই সমাবেশ : আবদুস সালাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ পিএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৮:০১ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, সমাবেশের জন্য কারো অনুমতিটা বিষয় নয়, দেশের নাগরিকগণ যেখানে দাঁড়াবেন সেখানেই সমাবেশ হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের ইচ্ছানুযায়ীই হতে হবে সবকিছু।
আজ রবিবার বিকালে নয়াপল্টনস্থ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন। এ সময় তিনি আগামী ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, এই সমাবেশ দ্রব্যমূল্য কমানোর সমাবেশ, এই সমাবেশ বিদ্যুতের লোডশেডিং এবং অব্যবস্থাপনার প্রতিবাদে সমাবেশ, এই সমাবেশ আপনার ভোটাধিকার পুণঃপ্রতিষ্ঠার দাবীতে সমাবেশ, সর্বোপরি এই সমাবেশ আমাদের গণতন্ত্রের মাতা ও মানুষের আশা-আকাঙ্খা এবং আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ।
সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ যেকোন মূল্যে সফল করবো।
তিনি বলেন, সমাবেশ সফল ও নির্বিঘ্ন করতে যা যা করা দরকার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাই করবে।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার নাগরিকদের তাদের সমস্যার সমাধানের দাবীতে ডাকা এই সমাবেশে ঐক্যবদ্ধভাবে যোগ দেয়ার আহবান জানিয়ে বলেন, সকলের অংশগ্রহণে এই গণসমাবেশটি জনসমুদ্রে রুপ নিবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবিন, লিটন মাহমুদ, এস কে সিকান্দার কাদির সহ মহানগর নেতৃবৃন্দ, থানা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড সমূহের সভাপতি/আহবায়ক/সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কয়েকটি উপ-কমিটি গঠন করেছে।
মহানগর সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আহবায়ক এবং আ ন ম সাইফুল ইসলামকে সদস্য সচিব করে আপ্যায়ন উপ-কমিটি, নবীউল্লাহ নবীকে আহবায়ক এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সদস্য সচিব করে অভ্যর্থনা উপ-কমিটি, ইউনুস মৃধাকে আহবায়ক এবং লিটন মাহমুদকে সদস্য সচিব করে শৃঙ্খলা উপ-কমিটি, তানভীর আহমেদ রবিনকে আহবায়ক এবং ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে প্রচার উপ-কমিটি এবং মোশাররফ হোসেন খোকনকে আহবায়ক এবং সাইদুর রহমান মিন্টুকে সদস্য সচিব করে দপ্তর-মিডিয়া ও যোগাযোগ উপ-কমিটি গঠন করা হয়েছে।