আড়াইহাজারে ছাত্রদলের মশাল মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলা, আহত-৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ পিএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৩২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ছাত্রদলের মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের হামলার ৩০ জন ছাত্রদল নেতা আহত হয়েছে। এ সময় রতন নামে এক ছাত্রদল নেতাকে আটক কওে পিটিয়ে আহত করে ভিডিও করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
গতকাল শনিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার লেঙ্গুরদী এলাকায় এ ঘটনা ঘটে।
এছাড়া দু’ছাত্রদল নেতাকে মারধরের পর বসিয়ে রেখে ছাত্রলীগ নেতারা ভিডিও করেন আর বলেন, শান্তরে (উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক) ফালায়া এমন বাইড়ান বাইড়াইলাম। হে মাইর খাইয়া দৌড়ায় পলায় গেসেগা। হেরা ৩০ জন আসিলো, আমরা আছিলাম ৩-৪ জন। যখন কইসি হেডিরে ধর তখনি সব দিসে দৌড়।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রতনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার।
তিনি বলেন, মশাল জ্বালিয়ে নাশকতার প্রস্তুতির সময় এক ছাত্রদল নেতাকে ৬০টি মশালসহ হাতেনাতে আটক করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের রহমান জিকু বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগ-যুবলীগ-আ’লীগের সস্ত্রাসীরা সম্মিলিতভাবে হামলা চালায়। এ সময় আমাদের ৩০ জন নেতাকর্মী আহত হন। এরমধ্যে ৮ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারাই এক ছাত্রদল নেতাকে পিটিয়ে পুলিশে দেয়। আমাদের ওপর প্রচুর অত্যাচার করা হয়েছে।