কিশোরগঞ্জে দুধ দিয়ে গোসল করা ছাত্রলীগ নেতার উপর দুর্বৃত্তের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ এএম, ২৭ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০৯:১৭ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আলোচিত দুধ দিয়ে গোসল করা ছাত্রলীগ নেতা আরমিনের উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।
আজ রোববার (২৭ নভেম্বর) সকালে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আরমিন আহমেদ উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা। পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সহ-সভাপতি।
আরমিনের সাথে থাকা মুন্না নামে একজনের বরাতে উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুর উপজেলার জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
তবে কে বা কারা তার উপর হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছে না পুলিশ।
এদিকে আরমিনের ভাগিনা নাইমুল ইসলাম রনি জানান, রাত ১০ টার দিকে দুটি মোটরসাইকেলে চার বন্ধুকে নিয়ে থানারঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন তার মামা আরমিন। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছা মাত্রই দুটি মাইক্রোবাসে করে ১৫/২০ যুবক এসে তার গতিরোধ করে তাদের উপর হামলা চালায়। এসময় সাথে থাকা অন্যান্যরা দৌড় দিলে মাটিতে পড়ে যান আরমিন। তখন হামলাকারীদের একজন চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেয়। পরে অন্যান্যরা হকিস্টিক দিয়ে পিটিয়ে চলে যায়।