এ অঞ্চলের মানুষ কুমিল্লা নামে বিভাগ চায় : খন্দকার মোশারফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৮ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০২ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা কুমিল্লাকে নিয়ে গর্ব করি। বর্তমান সরকার প্রধান কুমিল্লার মানুষকে দেখতে পারেন না। কুমিল্লার মানুষকে নানা অপবাদ দেন। এ অঞ্চলের মানুষ কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চায়।
আজ শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার প্রধান হীনমন্যতার পরিচয় দিয়ে যদি অন্য যে নামেই বিভাগ দেন, আমরা সকলে তা প্রত্যাহার করব। এ সরকারের সময় শেষ। আগামী দিনে আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামে বিভাগ করব, এ আশ্বাস দিয়ে গেলাম।