শ্রাবণ-জুয়েলের উপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২৬ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার আরামনগর বাজার এলাকায় এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা বিএনপির কার্যালয় হতে একটি বিরাট বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম।
উপজেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও মহাদান ইউপির সাবেক চেয়ারম্যান আঃ আওয়াল, জেলা বিএনপির উপদপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল প্রমূখ। এ সময় উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।