শ্রাবণ-জুয়েলের উপর হামলার প্রতিবাদে তারাকান্দায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৪ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৫১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রদল।
আজ শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির নেতা রাসেল মন্ডল।
আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, রিয়াদ মন্ডল, মেহেদী হাসান রুবেল, সদস্য মোবারক খান, শফিউল্লাহ মন্ডল ও ফাহিম প্রমূখ।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।