ষড়যন্ত্র করে বিএনপি’র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ ঠেকানো যাবেনা : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৮ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:২১ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দূর্নীতি-দু:শাসন. গুম, হত্যা, মামলা-হামলা, ভোটাধিকার পুন:প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এই গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ শনিবার রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক ১৭নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নগরীর ফুলতলা মোড়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহীতে বিএনপি’র গণসমাবেশ গণজোয়ারে পরিণত হবে। এ অবস্থা আন্দাজ করে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এখন থেকেই বিভাগের সকল জেলা, থানা ও উপজেলাসহ তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দের নামে নতুন করে হয়রানীমূলক মামলা দিয়ে আটক করে হাজতে পাঠাচ্ছে। অনেককে তুলে নিয়ে গুম করে রাখছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে।
তিনি আরো বলেন, সরকারী দলের আজ্ঞাবহ প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর কিছু ব্যক্তি অতি উৎসাহী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই সকল নির্লজ্জ দলীয় সরকারী কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃংখলাবাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে জাতীয়তাবাদে বিশ^াসী সকল শ্রেণি পেশার জনগণকে ধর্য্য ধারন করার পরামর্শ দেন প্রধান অতিথি। সেইসাথে এই ফ্যাাসিস্ট সরকারের কবল থেকে জনগণের মুক্তি, গণতন্ত্র পুন:রুদ্ধার বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সমাবেশ সফল করতে সকাল ৯টার পূর্বে মাদ্রাসা মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানান মিনু।
সভায় সভাপতিত্ব করেন ১৭নং ওয়ার্ড বিএনপি’র সমন্বয়ক আহ্বায়ক বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি'র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শাহ্ মখদুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাহশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার, সহ অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।
সভা শেষে সমাবেশে উপস্থিত সকলের সমন্বয়ে প্রচার মিছিল বের করেন নেতৃবৃন্দ। মিছিল নিয়ে তারা ১৭ নং ওয়ার্ডেও বিভন্ন পাড়া মহল্লাহ প্রদক্ষিণ করেন।