রাজশাহীর গণসমাবেশকে সফল করতে গোদাগাড়ী বিএনপির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৯ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ১০:২৭ এএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গোদাগাড়ীতে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ শনিবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় গোদাগাড়ী উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরিফ উদ্দিন। আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে সফল করার লক্ষে নেতা কর্মীদের দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর ইসলাম, আজিমুসসান উজ্জ্বল।
আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন বাবুসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।