কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঝিকরগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৬ পিএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৯:৩২ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
শহীদ নয়ন মিয়ার পরিবারকে সমবেদনা জানিয়ে ফেরার পথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ নভেম্বর) বিকালে ঝিকরগাছা শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব ও পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজা। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, যুগ্ম-আহবায়ক মোঃ তরিকুল ইসলাম, সদস্য মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক সোহেল পারভেজ, সদস্য জসিম উদ্দিন রনি, স্বেচ্ছাসেবক দল নেতা আনিছুর রহমান সুমন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হাসান চয়ন, ছাত্রনেতা টিপু সুলতান, সাগর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদকবৃন্দ।