কুমিল্লায় বিএনপি'র গণসমাবেশ মঞ্চে ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪০ এএম, ২৬ নভেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৮:৩৬ এএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুমিল্লার টাউন হল মাঠে বিএনপির গণসমাবেশ মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন গ্রহণ করেছেন।
আজ শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টায় কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। দুপুর ১ টায় পর থেকে বক্তব্য রাখছেন কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগেই বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতৃবৃন্দ। দলীয় সংগীতের পর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি বাজানো হয়।
দুপুর দেড়টার দিকে সমাবেশে মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসেন। এরমধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আরও উপস্থিত রয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া প্রমুখ।
এদিকে বিএনপির নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে মুখর হয়ে উঠেছে কুমিল্লা শহর। সকাল থেকে নগরীর প্রবেশপথ টমছম ব্রিজ, শাসনগাছা ও রাজগঞ্জ সড়কে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছে।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগান দিয়ে টাউন হল মাঠে ঢুকতে না পেরে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান দেন বিএনপির নেতাকর্মীরা।