তারেক রহমানের নেতৃত্বেই এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে : ডা. রফিকুল ইসলাম বাচ্চু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৬ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:২৯ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
বর্তমানে দেশের অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি পেতে রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে এবং জনগণের রায়কে প্রতিষ্ঠা করতে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। শ্রীপুর পৌর বিএনপির সভাপতি মরহুম অ্যাড. কাজী খাঁনের স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এসব কথা বলেন। তিনি আরো বলেন তারেক রহমানের নেতৃত্বেই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, তিনি নেতা কর্মীদের আগামী মাসের ১০ ডিসেম্বরে ঢাকার মহা সমাবেশকে সফল করার আহবান জানান। তিনি মরহুম অ্যাড. কাজী খাঁন, মরহুম শহীদুল্লাহ শহিদ, মরহুম শাহজাহান চঞ্চল সহ প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফিরাত কামনা করেন।
গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বাদ আসর পৌর বিএনপির ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তুহিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মারুফ, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী, বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, শাহজাহান সজল, অ্যাড. আহসান কবির, শরীফ সিদ্দিকী, বিল্লাল হোসেন, সাইফুল হক মোল্লা, মুনসুর আহমেদ, টিপু সুলতান, রেজাউল করিম সাম্য, মোজাম্মেল হক টুনু, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, যুবদল নেতা উবাইদুর রহমান সোহেল মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলন প্রধান, সদস্য সচিব সামসুল হক শ্যামল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজান মন্ডল, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ, সদস্য সচিব আজিজুল হক রাজন, ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম রাকিব, মনির সরকার, রাসেল সরকার, এস এম পলাশ চঞ্চল, ইয়াসির আরাফাত বেপারী, সাখাওয়াত হোসেন, নাজমুল ইসলাম, আবু সালেহ প্রমুখ।