সাবেক এমপি লালু’র সুস্থ্যতা কামনায় গাবতলী সদরে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৪৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা এবং কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু গুরুত্বর অসুস্থ্য হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। সাবেক এমপি লালু’র অতিদ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে আজ শুক্রবার বাদ আছর বগুড়ার গাবতলী সদরের চকবোচাই কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন পৌর বিএনপির সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ আকন্দ, বিএনপির নেতা করিম উদ্দিন, শামীম তালুকদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, যুবদল নেতা সুজন আহম্মেদ, আরমান হোসেন রিপন, মালেক মোক্তাদির, বর্তমান যুগ্ম সাঃ সম্পাদক আয়নাল হক, সহ পাঠাগার বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ছাত্রদল নেতা আবু হাসান, বিপ্লব মিয়া, মাহমুদুল ইসলাম মোহন, উপজেলা জিসাস এর সাংগঠনিক সম্পাদক রায়সুল ইসলাম রিয়ন, কৃষকদল নেতা ছান্নাউল্লা, ছাত্রদল নেতা তৌহিদ, সুমন সহ স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল মান্নান।