শাজাহানপুরে সাবেক এমপি লালু’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৮:৪৭ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী)আসনের সাবেক সংসদ সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু’র সুস্থতা কামনায় বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে আমরুলের মাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসান আলী আকন্দ, যুবদল নেতা রহমত, রাজীব, রঞ্জু, ফোরকান, মশিউর, আলমগীর, আজিজুল, আব্দুল মজিদ, জাহিদুর, ফারুক, লিটন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
অপরদিকে বাদ আসর খরনা ঈদগাহ মাঠ জামে মসজিদে পৃথক দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাবেক আহবায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা মোহসীন আলী, ইব্রাহীম হোসেন, শফিকুল ইসলাম শফিক, আলহাজ্ব আব্দুল হান্নান, যুবদল নেতা রিপন, কাশেম, ইমরান প্রমুখ। এছাড়াও চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামে সাবেক সংসদ সদস্য লালু’র সুস্থতা কামনায় ইউনিয়ন বিএনপির সাবেক নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সম্প্রতি সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।