কুমিল্লা টাউনহল মাঠ ও কুমিল্লার ঈদগাহে বিএনপি নেতাদের জুমার নামাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২৪ এএম, ২৫ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০৩:০০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
কুমিল্লা টাউনহল মাঠ ও কুমিল্লার ঈদগাহে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
টাউন হল মাঠের জামাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন,ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া,দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু,সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, সমাবেশ সমাবেশের জায়গায় নামাজ নামাজের জায়গায়। নেতাকর্মীরা যেন নামাজ পড়তে পারেন তাই টাউনহল ও ঈদগাহ মাঠে জুমার নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।