গণ-আন্দোলনকে নস্যাৎ করতে সরকার হত্যাকান্ডে মেতে উঠেছে : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৫ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৪:৩৪ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
জনগণের ন্যায় সংগত গণ-আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে সরকার হত্যাকান্ডে মেতে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বক্তরা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান।
সভায় নিম্নবর্ণিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
১। সভায় বিগত ১৪ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পঠিত ও অনুমোদিত হয়।
২। সভায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নে কুমিল্লায় গণ-সমাবেশের প্রচারণায় লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে আহত ছাত্রদলের নেতা রফিকুল ইসলাম ওরফে নয়ন মিয়া ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু বরণ করায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা মনে করে এই অবৈধ সরকার বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ন্যায় সংগত গণ-আন্দোলনকে নস্যাৎ করার লক্ষ্যে এই হত্যাকান্ডে মেতে উঠেছে। ইতিপূর্বে ভোলায় দুই জন, নারাণগঞ্জে ১ জন, মুন্সিগঞ্জে ১ জন, যশোরে ১ জন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ জন ও সিলেটে ১ জন আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ায় প্রতীয়মান হয় যে, অবৈধ সরকার তাদের কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে হত্যা, মিথ্যা মামলা ও গ্রেফতার করে সর্বগ্রাসী ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। জ¦ালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, বিরোধী নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ প্রায় ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চলমান বিভাগীয় গণ-সমাবেশগুলোকে নস্যাৎ করার হীন চক্রান্তে অবৈধ সরকার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে বেআইনিভাবে ব্যবহার করছে। একই সঙ্গে পুনরায় গায়েবি মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে হয়রানি করছে। সভায় অবৈধ সরকারের এহেন হীন কার্যকলাপের তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানানো হয়। সভায় অবিলম্বে নয়ন হত্যার জন্য দায়ী পুলিশ অফিসার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের গ্রেফতার এবং তাদের হত্যার দায়ে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভা আরও মনে করে, মিথ্যা গায়েবি মামলা দায়ের অবিলম্বে বন্ধ করতে হবে, দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। সভায় শহীদ নয়নের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে একমত প্রকাশ ও সহানুভূতি জানানোর জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়ের নেতৃত্বে একটি টিম প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে শহীদ ছাত্রদল নেতা অনিক, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সোনারামপুর ইউনিয়নের ছাত্রদল নেতা নয়ন মিয়ার পরিবার দুইটিকে আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। সভায় কঠোর বিপত্তি উপেক্ষা করে সিলেটের গণ-সমাবেশকে সফল করার জন্য সিলেট বিভাগের সকল মহানগর, জেলার জনগণ ও বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের সকল স্তরের নেতা-কর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
৪। সভায় চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, জ¦ালানি তেল, গ্যাস এবং পানির মূল্য বৃদ্ধিতে যখন জনগণের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই সময় বিদ্যুতের আবারও ১৯.৯২% মূল্য বৃদ্ধিতে বিএনপি তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। সভা মনে করে অবৈধ সরকার ভ্রান্ত জ¦ালানি নীতি, বিদ্যুৎ উৎপাদনে চরম দুর্নীতি ও কুইকরেন্টাল প্লান্টের বেআইনি ক্যাপাসিটি চার্জ ও সর্বোপরি নজিরবিহীন দুর্নীতির কারণে ঘন ঘন বিদ্যুতের মূল্য বৃদ্ধি চলমান অনৈতিক সংকটে জনগণের দুর্ভোগ সীমা অতিক্রম করছে। সভা অবিলম্বে এই মূল্য বৃদ্ধির ঘোষণা বাতিল করার দাবি জানায়।
৫। সভায় কয়েকটি সাংগঠনিক বিষয়ে নিয়ে আলোচনা হয়।