রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৩৯ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ছাত্রদল এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহিলা কলেজের মোড় হতে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল বের করে সোনাদীঘি দিয়ে সাহেববাজার জিরো পয়েন্টসহ নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তারা।
রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকির পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মুর্ত্তুযা ফামিন ও সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ।
আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈকত পারভেজসহ রাজশাহী মহানগর ছাত্রদলের অন্তর্ভুক্ত বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের আহবায়ক সাদিউল ইসলাম সজিব, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম সানি, রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল, রাজশাহী কলেজ ছাত্রদলের আহবায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, মতিহার থানা উত্তর সদস্য সচিব সোহেল রানা ও বোয়ালিয়া পশ্চিম থানা ছাত্রদলের সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হানসহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তিার দাবী জানান। সেইসাথে এই ঘটনার তীব্র নিন্দা জানান।