শ্রাবণ ও জুয়েলের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৯ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:৪২ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নয়ন মিয়ার পরিবারকে শোক ও সমবেদনা জানিয়ে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা ছাত্রদল। কলাবাগান মিল্লাত চত্বর হতে বিক্ষোভ মিছিল বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গাব্রীজ সংক্ষিপ্ত সমাবেশ করে।
বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদ আলম, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম রাসেল, সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা সহ সদর উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু। সদর উপজেলা বিএনপির সভাপতি অশোক মজুমদার, সদর পৌর বিএনপির সভাপতি আঃ রব রাজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা তাতী দলের সভাপতি মোঃ আলমগীর মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এম এ হাসেম ভূইয়া।