কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৭:০৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ ছাত্রদল নেতাকর্মীদের উপর নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন শিশিরের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্রদল নেতা শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেয়ার পথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দদের উপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে অর্তকিতে হামলা চালায়।
বিক্ষোভ মিছিলে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।