শ্রাবণ-জুয়েলের উপর হামলার প্রতিবাদে রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৩ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০৮ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর গাড়িবহরে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পবা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও রাজশাহী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ আল- আমিন এর নেতৃত্বে রাজশাহী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি খড়খড়ি উচ্চ বিদ্যালয় সামনে থেকে শুরু হয়ে খড়খড়ি বাইপাস চার রাস্তার মোড় প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও তানোর উপজেলার আহবায়ক মাসুদ করিম জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পিয়াস আলী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক নওহাটা পৌরসভার আহবায়ক সোহেল রহমান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও গোদাগাড়ী উপজেলার আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মোহনপুর উপজেলা সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, কাটাখালি পৌরসভার সদস্য সচিব সাঈদ আহমেদ আফজাল, পবা উপজেলা যুগ্ন আহবায়ক মাসুদ রানা, গোলাম মাওলা প্রিন্স, গোদাগাড়ী উপজেলার যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন পলাশ, পারিলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির, হরিয়ান ইউনিয়ন সভাপতি সাকিব হাসান, বড়গাছি ইউনিয়ন সভাপতি মাসুম কবিরসহ ছাত্রদলের জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।