ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:২৫ এএম, ৩১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের গাড়িবহরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গণবিশ্ববিদ্যালয়ে সম্মুখে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও দায়িত্ব প্রাপ্ত দপ্তর সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান সাদ্দাম, সাবেক সদস্য শাহাদাত হোসেন, সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম সুমন, সাবেক সদস্য মোঃ রুবেল হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের ছাত্রনেতা মাহাফুজ ইসলাম মাফুজ, সাভার থানা ছাত্রদলের ছাত্রনেতা ফাতিহ মোহাম্মদ ইমাম, সাভার পৌর ছাত্রদলের ছাত্রনেতা আলভীর ইসলাম অপু, সাভার সরকারি কলেজ ছাত্রদলের ছাত্রনেতা মোস্তফা হোসেন, ধামরাই উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।