শাজাহানপুরে পুলিশের মামলায় বিএনপির ২৮ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৪ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:০৪ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বগুড়ার শাজাহানপুরে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ২৮নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন মঞ্জুর হয়েছে।
আজ বৃহষ্পতিবার হাইকোর্টের মহামান্য বিচারপতি ২৮নেতাকর্মীর ৬ মাসের জন্য আগাম জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে ৩দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বিকাল ৪ টায় ফুটবল ম্যাচ শুরুর পূর্ব মুহুর্তে থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে অতর্কিতভাবে নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে প্রোগ্রাম পন্ড করে দেয়। এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি ছোটন, স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব ও হুমায়নকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার দিকে ডোমনপুকুর বাজার এলাকা থেকে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রেজাউল করিম রেজাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ১৯ নভেম্বর থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মাদ আলী বাদী হয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর নামে সরকারি কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের অভিযোগ এনে মামলা দায়ের করেন।