বিএনপির কুমিল্লা গণ-সমাবেশ উপলক্ষে সাংস্কৃতিক উপ-কমিটির প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৯ পিএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১২:৫২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লার ঐতিহাসিক টাউন হল ময়দানে কুমিল্লা বিভাগীয় বিএনপি'র গণ-সমাবেশ উপলক্ষে গঠিত সাংস্কৃতিক উপ-কমিটির প্রস্তুতি সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কুমিল্লা নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গণসমাবেশ সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক সালাউদ্দিন আহমেদ শিশির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক ও গণ-সমাবেশ সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সচিব জাভেদ আহমেদ কিসলু। জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, সাংস্কৃতিক উপ-কমিটির অন্যতম সদস্য মাকসুদুর রহমান টিপু।
কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস এর আহবায়ক সিরাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও কুমিল্লা মহানগর জাসাসের আহবায়ক মঞ্জুরুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য যথাক্রমে কুমিল্লা জেলা জাসাসের সদস্য সচিব, নাসির উদ্দিন, কুমিল্লা মহানগর জাসাসের সদস্য সচিব ইমরান হোসেন, কুমিল্লা দক্ষিন জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক কন্ঠশিল্পী পল্লব, যুগ্ম-আহবায়ক ও সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সাংবাদিক মনির আহমেদ, কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহবায়ক কামাল পারভেজ ডালিম, সদস্য সচিব এস এম মিজান, চাঁদপুর জেলা জাসাসের আহবায়ক এমদাদুল হক মিলন, সদস্য সচিব মাঈনুল হক জীবন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের আহবায়ক এনামুল হক জুয়েল, সদস্য সচিব বায়েজিদ আহমেদ হেলাল।
প্রস্তুতি সভায় আগামীকাল শুক্রবার সন্ধার পর থেকে শনিবার সভা শুরুর আগ মুহুর্ত পর্যন্ত জাসাস এর কুমিল্লা বিভাগের আওতাধীন সকল জেলা উপজেলা থেকে আগত শিল্পীরা গণ-সমাবেশে আগত জনতাকে রণসঙ্গীত, গণসঙ্গীতের মাধ্যমে মাতিয়ে রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।