কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি-সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫১ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৫১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
শহীদ নয়নের কবর জিয়ায়র ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়ীবহরে হামলা প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করতে চাইলে পুলিশের বাঁধায় তা পন্ড হয়ে যায়।
পরে শহরের পোষ্ট অফিস সড়কে বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান রুবেলের সভাপতিত্বে একং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস ছালাম বাতেন সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকার বিএনপির সরকারি বিরোধী আন্দোলনের সাথে সাধারণ মানুষের গণ জোয়ার দেখে ভয় পেয়ে ছাত্রলীগের ও তাদের সন্ত্রাসীবাহিনী দিয়ে বিএনপিও ছাত্রদলের নেতা-কর্মীদের উপর হামলা চালাচ্ছে। অভিলম্বে এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার করে বিচার করতে হবে বলে দাবী জানান বক্তারা।