তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদের বই ও গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৫৭ এএম, ২৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০২ পিএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার (২৩ নভেম্বর) বাদ আছর জেলা বিএনপি কার্যালয়ে বই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। জিয়া পরিষদ বগুড়া জেলা শাখার সহ—সভাপতি সহকারী অধ্যাপক হায়দার আলী হিন্দোলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিসেস লাভলী রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও মোঃ জাহিদুল ইসলাম হেলাল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউসুফ আলী।
জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হান্নান এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক নুরুন্নবী রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, জেলা জিয়া পরিষদের সহ—সভাপতি নূর—এ—আলম জুয়েল, কামরুজ্জামান কাজল, নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক নাজমুল হক, অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, প্রভাষক মেহেদী হাসান সোহেল, প্রদর্শক একলামুর রেজা ডলার, জাহিদ ইকবাল জিতু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমিনুর রশিদ তালুকদার সাইন, মোফাখ্খারুল ইসলাম হেলা, রাসেল, বেলাল প্রমুখ।
আলোচনা সভা শেষে বই ও গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।