ছাত্রদল সভাপতি-সম্পদকের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সম্পাদকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
আজ বুধবার (২৩ নভেম্বর) রাত ৭টার দিকে ময়মনসিংহ শহরের এই বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। এর আগে নগরীর বাগানবাড়ি এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন এবং সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহন করে।
একই সময়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুরুজের নেতৃত্বে শহরের হরিকিশোর রায় রোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
একই ঘটনার প্রতিবাদে শহরের বাউন্ডারি রোড ও নতুন বাজার সড়কে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হাকিম আজিজের নেতৃত্বে একদল নেতাকর্মী।
অপরদিকে শহরের পাটগুদাম এলাকায় উত্তর জেলা ছাত্রদল নেতা সাইফুজ্জামান সরকার শাওনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা।
এছাড়াও দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এসব মিছিল শেষে পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, চোরাগুপ্তা সন্ত্রাসী হামলা করে ছাত্রদলকে ভয় দেখানো যাবে না। আগামী দিনে রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের প্রতিটি হামলার কঠোর জবাব দেওয়া হবে।