রাজশাহী মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩২ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:২০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। তারা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা প্রতিবাদ সমাবেশ করে।
বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পুলিশের গুলিতে নিহত শহীদ নয়ন মিয়ার পরিবারের সাথে দেখা করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে যান।
শহীদ নয়নের পরিবারের সাথে দেখা করে ফেরার পথে নারায়ণগঞ্জ আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর আওয়ামী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ অতর্কিত জঙ্গি হামলা চালায়।
এসময়ে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র সহ-সভাপতি মর্ত্তুজা ফামিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান। সেইসাথে দোষিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী করেন তারা।
উল্লেখ্য, নয়ন মিয়া গত ২২ নভেম্বর কুমিল্লায় লিফলেট বিতরণ কালে পুলিশের গুলিতে নিহত হন।