তারেক রহমানের জন্মবার্ষিকীতে বগুড়ায় তাঁতি দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৫ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৩:১০ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা তাঁতি দলের উদ্যোগে আজ বুধবার বাদ যোহর বগুড়ায় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, এছাড়া আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতি দলের প্রতিষ্ঠাতা সভাপতি সারোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, শহর তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মোহন, জেলা তাঁতি দলের সহ-সভাপতি ইজাজুল হক, সহ-সভাপতি এম এ মামুন, সহ-সভাপতি শাহজাহান, বিএনপি নেতা আব্দুল আজিজ হিরাসহ তাঁতি দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।