গায়েবী সরকার আবারও গায়েবী মামলা দেয়া শুরু করেছে : মিনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫০ পিএম, ৯ ডিসেম্বর,সোমবার,২০২৪
আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দু:শাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ নূরে আলম, তানু ভূইয়া, আব্দুর রহিম, শাওন প্রধান, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিম এবং নয়ন মিয়ার রক্তের ঋণ শোধের প্রত্যয়ে এই বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
এই গণসামবেশ সফল করার লক্ষ্যে আজ বুধবার রাজশাহী মহানগর বিএনপি’র সাংগঠনিক ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে প্রচার মিছিল ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
নগরীর সিএন্ডবি মোড়ে আয়োজিত সভায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেন, গণসমাবেশের দিন যতই এগিয়ে আসছে, ততই বিরোধী দল বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেয়া শুরু করেছে এই সরকারের মদদপুষ্ট আইনশৃংখলা বাহিনীর এক শ্রেণির সদস্যরা। শুধু মামলা হয় আটকও শুরু করেছে। ইতোমধ্যে গোদাগাড়ী, বাগমারা, পুঠিয়া, দূর্গাপুর ও তানোরে মামলা দিয়ে নেতাকর্মীদের আটক করতে শুরু করেছে।
আটক বা ভয়ভীতি দেখিয়ে এই গণসমাবেশ কোনো ভাবেই বানচাল করা যাবেনা। গণসমাবেশে মানুষের ঢল নামবেই। পনের লক্ষাধিক লোকের সমাবেশ এখানে ঘটানো হবে। সরকারকে অচল ও পদত্যাগে বাধ্য করতে রাজশাহী থেকেই চুড়ান্ত আন্দোলন শুরু হবে। আর ১০ডিসেম্বর ঢাকার গণসমাবেশের মধ্য দিয়ে একদফা আন্দোলন শুরু করা হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, সমাবেশের পূর্বে নেতৃত্ব শূন্য করতে এই অবৈধ সরকার মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করা এতো সহজ নয়। বিএনপিতে নেতার কোনো অভাব নাই। এই সমাবেশের জন্য সবাই প্রস্তুত বলে জানান তিনি। গণসমাবেশ সফল করতে স্থানীয় সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে সকাল ৯টার পূর্বে শুকনা খাবার ও বোতল জাত পানি নিয়ে প্রবেশ করার আহ্বান জানান মিনু।
৮নং ওয়ার্ড বিএনপি’র সমন্বয়ক সাঈদ হোসেন জগলুল এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি'র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব আলহাজ্ব মামুনুর রশিদ মামুন, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য তোফায়েল হোসেন রাজু, মহানগর বিএনপি’র সদস্য মাহফুজুল হাসনাইন হিকোল ও রাসিক সাবেক কাউন্সিলর বিএনপি নেতা সোহরাব হোসেন।
আরো উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বজলুর রহমান কচি, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা শাহিনুল আলম মিঠু, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ।
উপস্থিত ছিলেন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেক বনি, মহিলা দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, সহ-সভাপতি নুরজাহান বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুন নাহার, মহিলা জরিনা, নাসিরা বেগম ও রোজিনা, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, বারি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহি, মহানগর চাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন সহ অত্র ওয়ার্ডের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে সকল নেতৃবৃন্দ মিলে প্রচার মিছিল করেন এবং প্রচারাণা লিফলেট বিতরণ করেন করেন।