ফুলপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৪ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে আসার পথে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের গাড়ী বহরে সন্ত্রাসী হামলা ও ভাচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
আজ বুধবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে ফুলপুর পৌর শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি।
পরে স্থানীয় আল আরাফা বেকারি সামনে সংক্ষিপ্ত সমবেশ করেন বিক্ষোভকারিরা। এ সময় তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, বিএনপির নেতা হেলালুর রহমান হেলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজা প্রমূখ।
সমাবেশে মোতাহার হোসেন তালুকদার বলেন, সন্ত্রাসী হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের সরকার পতন আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। আগামী দিনে রাজপথে এই সন্ত্রাসী হামলার সমোচিত জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, উপজেলার কুড়িয়া ব্রীজ এলাকায় এই সন্ত্রাসী হামলায় বিএনপি নেতাকর্মীদের ৪টি গাড়ী ভাংচুর করা হয়। এতে আহত হয় বিএনপির ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ জন নেতাকর্মী।