প্রয়াত বিএনপি নেতাদের স্বরণে শ্রীপুরে দোয়া ও মিলাদ মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৩ পিএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সদ্য প্রয়াত বিএনপির সভাপতি অ্যাড. কাজী খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মরহুম শহীদুল্লাহ শহিদ, পৌর বিএনপির সহ সভাপতি মরহুম শাহজাহান চঞ্চলের স্বরণে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাদ আসর মাওনা চৌরাস্তায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (২৩ নভেম্বর) ওয়ার্ড বিএনপির সভাপতি ইজ্জত আলী ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. সফিকুল ইসলাম আকন্দ, সহ সভাপতি হুমায়ূন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর মন্ডল, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ মারুফ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
বিএনপি নেতা অধ্যাপক নজরুল ইসলাম সেলিম, শেখ আব্দুর রাজ্জাক, সাফায়েত হোসেন আকন্দ, খাইরুল কবির মন্ডল আজাদ, অধ্যাপক রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, সাইফুল হক মোল্লা, আবুল বাশার সরকার, শাহজাহান সজল, অ্যাড. আহসান কবির, টিপু সুলতান, খন্দকার বাবুল,রফিকুল ইসলাম, চুন্নু ফকির পৌর যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, সদস্য সচিব আবু তাহের প্রধান, যুবদল নেতা উবাইদুর রহমান সোহেল মন্ডল, স্বেচ্ছাসেবক দলের পৌর সদস্য সচিব সামসুল হক শ্যামল, শ্রমিকদলের নেতা কাজল ফকির, মিজান মন্ডল, পৌর ছাত্রদলের আহবায়ক মামুন আকন্দ, ছাত্রদলের নেতা মনির সরকার, মোফাস্সেল ফকির, রাসেল সরকার, এস এম পলাশ চঞ্চল, আব্দুর রহিম, ইয়াসির আরাফাত বেপারী, রাসেল মৃধা, লিটন, ইমরান মৃধা প্রমুখ।