ফুলপুরে বিএনপির সম্মেলনে যাওয়ার পথে ৪ গাড়ীতে হামলা-ভাংচুর, ৫ নেতা আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০৬ পিএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৪ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ময়মনসিংহের ফুলপুরে বিএনপির কর্মী সম্মেলনে যাওয়ার পথে নেতাদের ৪টি গাড়ীতে হামলা ও ভাংচুর করে। এ সময় আহত হয়েছে বিএনপির ৫ নেতাকর্মী।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪ টায় ফুলপুর হালুয়াঘাট সড়কের কুইরা ব্রীজ এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আহতরা হলেন- দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার, উত্তর যুবদলের সভাপতি শামছুল হক শামছু, সহ-সভাপতি আমিনুল ইসলাম মনি, উত্তর ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলনে যাওয়ার পথে ফুলপুর-হালুয়াঘাট সড়কের কুইরা ব্রীজ এলাকায় হেলমেট পরা আওয়ামী লীগের নেতাকর্মী আমাকে বাধা দেয়ার জন্য অবস্থান নেয়। এ সময় বিষয়টি জেলার নেতাকর্মীরা জানতে পেরে আমাকে এগিয়ে আনতে যায়।
পরে জেলার নেতাকর্মীরা কুইরা ব্রীজ এলাকায় যেতেই হেলমেট পড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করে। এ সময় তারা গুলি ও ককটেল ছুড়ে ত্রাস সৃষ্টি করে এবং দুইটি হাইয়েস ও দুই প্রাইভেটকার ভাংচুর করে। এতে আমাদের ৫ নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার খবর পেয়ে আরও বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে ঘটনাস্থলে গেলে হেলমেট বাহিনী পালিয়ে যায়। এরপর আমরা কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলন সফল করেছি।
এ বিষয়ে ফুলপুর উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র শ্বশধর সেন বলেন, আমি সারাদিন ময়মনসিংহ শহরে ছিলাম, এ ঘটনাটি আমার জানা নেই।
তবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনা শুনেছি। তবে এ ঘটনায় কেউ আমাদের কাছে এখনো অভিযোগ করেনি।